ভোলার দৌলতখান ভবানীপুরের ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ত্রাণ হস্তান্তর

দৌলতখান প্রতিনিধি,
দৈনিকভোলাটাইমস্::দৌলতখান উপজেলার ভবানিপুর ইউনিয়নে মসজিদের ইমাম, মোয়াজ্জেম দের মাঝে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। ভোলা-২ আসনের মাননীয় সাংসদ আলি আজম মুকুল এমপি”র নির্দেশে বিতরন করা হয় ত্রাণ। সোমবার সকাল ১১ টায় ভবানীপুর ইউপি”র সকল মসজিদের ইমাম, মোয়াজ্জেম দের ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, ইউপি ভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরন করেন। মসজিদের ইমাম, মোয়াজ্জেমরা খুশি সরকারি ত্রাণ পেয়ে। করোনা ভাইরাস এর প্রভাবে তারা মানবেতর জীবন যাপন করছে। এ সময় এ সহযোগিতা তাদের জন্য আল্লাহ প্রদত্ত নেয়ামত বলে তারা অবহিত করেন। জন প্রতি ১ বস্তা করে চাল দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু বলছেন মাননীয় সাংসদ এর নির্দেশে সরকারি সহায়তা প্রদান করছি। বর্তমানে সময়ে সম্মানিত ইমাম, মোয়াজ্জাম সাহেবদের যাতে কষ্ট না হয় সে জন্য আমাদের প্রচেষ্টা।