ভোলায় করোনায় আরো ১ জনের মৃত্যু

দৈনিক ভোলা টাইমস্ঃঃ ভোলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে জেলা সদরে আরো এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১২৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ৪৭ জন ভোলা সদর, দৌলতখানে ৪ জন, ৭ জন বোরহানউদ্দিন, এক জন তজুমদ্দিন ও ৩ জন মনপুরা উপজেলার বাসিন্দা।

নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৪৯.৬ শতাংশ।

একদিন আগে শনিবার আক্রান্তের হার ছিল ৫৩.৫০ শতাংশ।

এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৪৬ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১১৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি ১৫ জনসহ বর্তমানে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৩৮ জন ভর্তি রয়েছে।

এ পর্যন্ত ভর্তি হয়েছেন ১০০৪ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ২৮জনের। সিভিল সার্জন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৬ হাজার ৮৫৪ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।