26 July 2021 , 2:52:25 প্রিন্ট সংস্করণ
মোঃ বাবুল রানা,
দৈনিক ভোলা টাইমস:: ঈদ শেষে কর্মস্থলে ফিরতে ভোলার ইলিশা ফেরিঘাটে আজও শত শত যাত্রীর ভিড় দেখা গেছে। এসময় স্বাস্থ্যবিধি মানা ও তাদের মধ্যে সামাজিক দূরত্বের কোন বালাই ছিলো না। রবিবার (২৫ জুলাই) সকাল থেকে ইলিশা ফেরিঘাটে অপেক্ষা করতে থাকে যাত্রীরা। লঞ্চ ও সি-ট্রাক বন্ধ থাকায় তারা ভোলা-লক্ষ্মীপুর রুট দিয়ে ফেরিতে যাওয়ার চেষ্টা করে যাত্রীরা। কিন্তু কোস্টগার্ড ও পুলিশের বাধার কারণে তারা সকালে ফেরিতে উঠতে পারেনি। এসময় বাধা উপেক্ষা করে ফেরিতে উঠতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া খেয়ে পল্টুন থেকে নদীতে পড়ে যায় অনেকেই।
করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন দেয়া হলেও, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডেঞ্জার জোন ভোলা থেকে উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে লক্ষ্মীপুর রুটে স্পিডবোটে যাত্রী পারাপার করা হয়।
এতে করে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।