ভোলায় প্রসূতি গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

ভোলাটাইমস ডেস্ক::ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে ৪১ দিনের প্রসুতি গৃহবধুর উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দূবর্ৃৃত্তরা। বর্তমানে গৃহবধু তামিমা আক্তার মিশু (২৫) খায়ের হাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানাগেছে, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নুর মোহাম্মদ মিঝি বাড়ীর মোঃ শফি হাওলাদারগংরা তাদের পৈত্রিক সম্পত্তিতে ঘর দরজা পুকুর বাগান বাগীচা সৃজন করে দীর্ঘ দিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিল। কিছু দিন পূর্বে তাদের ভোগ দখলীয় সম্পত্তির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদসু্যু চক্রের মূল হোতা নশু হাওলাদারের ছেলে শাহাবুদ্দিন হাওলাদারের। বিগত দিনে সাহাবুদ্দিন গংরা শফি গংদের ভোগ দখলীয় বসত ভিটা থকে উৎখাত করার জন্য মামলা হামলাসহ বিভিন্ন সড়যন্ত্রের জাল বুনতে থাকে। কোন ভাবেই শফি গংদের এলাকা ছাড়া করতে না পেরে। শফি হাওলাদারের বসত ঘর ঘেষে একটি ঘর উত্তোলন করে ভূমিদুস্যু সাহাবুদ্দিন হাং। গত শুক্রবার (২৪ এপ্রিল) প্রবল বৃষ্টির কারণে শাহাবুদ্দিনের ঘরের টিনের চালের পানি প্রবল গতীতে পড়ার কারণে শফি হাওলাদারের ঘরের বাউন্ডারী নষ্ট হয়ে যায়। এ বিষয় নিয়ে সেদিন উভয়ের মধ্যে বাকবিতন্ড হয়। এর রেশ ধরে পরের দিন শনিবার শাহাবুদ্দিন শফি হাওলাদারের লাগানো একটি কালাগাছ উঠিয়ে বাড়ীর উঠানের পাশে এনে রেখে দেয়। পরবর্তিতে শফি হাওলাদার সে কলা গাছটি তুলে নিয়ে পূর্বের যায়গায় লাগানোর জন্য আনতে গেলে এ গাছ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে শাহাবুদ্দিন, নশু হাওলদার, ইছহাক, কুলসুম বেগম, আবেদা বেগমসহ ৭/৮জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে শফি হাওলাদারকে মারধার শুরু করে। এমতাবস্থায় বাবাকে বাঁচাতে ঘরে থাকা ৪১ দিনের প্রসুতি মেয়ে তামিমা আক্তার মিশু ছুটে আসলে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দ্যেশে লোহার রড দ্বারা মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে খায়ের হাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করে। হাসপাতাল সূত্রে জানাগেছে, সন্ত্রাসীদের লোহার রডের আঘাতে মিশুর মাথায় ১৮টি সেলাই লেগেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন, প্রসুতি গৃহবধু তামিমা আক্তার মিশু ও তার পরিবার। এ ব্যাপারে অভিযুক্ত শাহাবুদ্দিন হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।