28 July 2021 , 8:33:52 প্রিন্ট সংস্করণ
দৈনিক ভোলা টাইমস্ঃঃ বর্তমান সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে বিধি নিষেধ অমান্য করায় ভোলার লালমোহনে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
২৮ জুলাই মঙ্গলবার লালমোহন পৌর শহরে বিকেলে অভিযান পরিচালনা করেন লালমোহন উপজেলার নবযোগদানকৃত নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম। এসময় মোট ৭টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মাছ বাজার ও কাচাঁ বাজারে ৪ জনকে ৪ হাজার টাকা, স্বাস্থ্যবিধি না মানায় একটি চাইনিজ রেষ্টুরেন্টকে ৫ হাজার এবং ২টি ফার্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করেন।
পাশাপাশি হ্যান্ড মাইকে সরকার ঘোষিত আইনকে মেনে কঠোর লকডাউনে সবাইকে ঘরে থাকা এবং জরুরী প্রয়োজনে স্বাস্থ্য বিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত, মাছ বাজার, কাঁচা বাজার ফল ব্যবসায়ীদেরকে খোলা রাখার নির্দেশ প্রদান করেন ইউএনও। এছাড়াও দুই অসহায় পথচারীর হাতে খাবার তুলে দেন তারা।
লালমোহন হাসপাতাল সূত্রে জানা গেছে ২৮ জুলাই গত ২৪ ঘন্টার রিপোর্টে লালমোহনে ৩৭ জন করোনার নমূনা দিয়ে ২৩ জনের পজেটিভ পাওয়া গেছে। দিন দিন বেড়েই চলছে লালমোহনে আক্রান্তের সংখ্যা।