সিমান্ত হেলাল ॥
ভোলার মনপুরায় সনাতন ধর্মাবলম্বি সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভা করেছেন হাজীর হাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার। উপজেলার পূজা পরিষদ, ঐক্য পরিষদ, হাজীর হাট ইউনিয়নের সকল মন্দির ও পূজা উদযাপন কমিটির সাথে স্বাস্থ্যবিধি মেনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ আগস্ট) রাত ৯ টায় উপজেলার এ.আর পল্লিতে শ্রী শ্রী মহাপ্রভু সেবাশ্রম মন্দিরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতাথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার হাজীর হাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল হোসেন আবু মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী শ্রী মহাপ্রভু সেবাশ্রম মন্দিরের সাধারন সম্পাদক অনুপদ চন্দ্র দাস সভায় বক্তারা বিভিন্ন মন্দিরের নানাবিদ সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ’র শ্রম বিষয়ক সম্পাদক নুর ইসলাম ফরাজী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ মনপুরা শাখার সভাপতি ভবেশ মজুমদার, ঢাকা জজ কোর্টের আইনজীবি এ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দূর্জয়, মনপুরা শিল্পকলা একাডেমির পরিচালক ও মনোয়ারা বেগম মহিলা কলেজের প্রভাষক জুড়ান চন্দ্র মজুমদার, প্রভাষক কানুলাল দে, প্রভাষক উৎপল মন্ডল, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর, যুবলীগ সদস্য মোঃ জামাল উদ্দিন, এ.আর পল্লি শ্রী শ্রী মহাপ্রভু সেবাশ্রম মন্দিরের সভাপতি প্রাণ কৃষ্ণ দেবনাথ, সহসভাপতি বাবু নদীর বাসী দাস, সোনার চর শ্রী শ্রী প্রেমদায়িনী মন্দিরের সভাপতি নীল রতন দাস, ফকির হাট দাখিল মাদ্রাসার শিক্ষক আমিনুল শামীম, শ্রী শ্রী মহাপ্রভু সেবা সংঘের সভাপতি পলাশ চন্দ্র দাস প্রমূখ।