জামাল উদ্দিন ॥
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে বুধবার (৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিসুর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যমর্কর্মীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারীগণ।
এ সময় বক্তারা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৭, ৮, ১১ আগস্ট এ তিনদিন চরপাতা, দক্ষিণ জয়নগর, মেধুয়া, ও ভবানীপুর ইউনিয়নে করোনা টিকা দেওয়া হবে। ৯,১০,১২ তারিখ এ তিনদিন সৈয়দপুর, উত্তরজয়নগর, চরখলিফ ইউনিয়নে । ১০ তারিখ মদনপুর ও হাজীপুর ইউনিয়ন পরিষদে টিকা দেওয়া হবে। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে করোনার টিকা নেওয়া যাবে বলে জানান তারা।