27 April 2020 , 11:15:53 প্রিন্ট সংস্করণ
হাসান পিন্টু লালমোহন প্রতিনিধি,
দৈনিক ভোলা টাইমস্।। গভীর রাতে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের এক অসহায় মায়ের ফোন পেয়ে বাচ্চার খাবার নিয়ে ছুটে গেলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। সোমবার রাত ২ টার দিকে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চাঁন মিয়া মাঝি বাড়ীর বৃদ্ধ সৈয়দ আহাম্মদ মাঝির বিধবা মেয়ে রিনা বেগম সরাসরি মোবাইলে তাকে কান্নাজড়িত কন্ঠে ফোন দেন। ফোন পেয়ে এমপি শাওন তাৎক্ষণিক খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান রিনা বেগমের বাড়ি। সাথে নিয়ে যান রিনার অভুক্ত অবুঝ শিশুর জন্য ২ প্যাকেট দুধসহ ৫ কেজি চিড়া, ৫ কেজি চিনি, ৫ কেজি মুড়ি, ৫ কেজি ছোলা বুট, ৫ কেজি খেজুর।
এমপি খাদ্য সামগ্রীর পাশাপাশি রিনা বেগমের হাতে নগদ ৫ হাজার টাকাও তুলেদেন। এছাড়া একই বাড়ির প্রতিবন্ধী তিন পরিবারকে নগদ ১৫ হাজার টাকা দেন ।