ভোলায় করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১০৮

স্টাফ রিপোর্টার ॥
গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে এক নারীসহ ছয় জনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুলই) দুপুর পর্যন্ত তাদের মৃত্যু হয়। এদের মধ্যে পাঁচজন করোনায় ও একজন উপসর্গে মারা গেছেন। ভোলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) নিরুপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪১৭ নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮৪৯ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩১ জন। বর্তমানে আক্রান্ত আছেন দুই হাজার ৮৮ জন। জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৫ জনের। বর্তমানে হাসপাতালটিতে ৮৮ জন রোগী চিকিৎসাধীন।