বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
দৈনিক ভোলা টাইমস্ঃঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকা সংলগ্ন দারোগা বাড়ির পানিতে ডুবে লাবিব (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ই আগস্ট) সকালে দিকে এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
লাবিব উপজেলার কুতুবা ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের দারোগা বাড়ির মিজানুর রহমান এর ছেলে। স্থানীয়রা জানায়, শিশুটি বাড়ির পাশে থাকা একটি পুকুরের মধ্যে আকস্মিক ভাবে পড়ে যায়। সকালের খাবারের জন্য তাকে না পেয়ে অনেক খোঁজা-খুঁজির পর এক পর্যায়ে পানিতে ডুবে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।