লালমোহন প্রতিনিধি ,
দৈনিক ভোলা টাইমস্ঃঃ ভোলা লালমোহন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ আহবায়ক মো. তানজিম হাওলাদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ আগষ্ট ) বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ এর সাক্ষরিত প্যাডে এই নোটিশ প্রদান করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে মো. তানজিম হাওলাদার কে আগামী (২২ আগষ্ট) দশ দিনের মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। শোকজ চিঠিতে জানা যায়, তানজিম হাওলাদার লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাবেক সভাপতি জিহাদ বিন হায়দার ডিকো কে শারিরীক নির্যাতন করে ২ লাখ ২০ হাজার টাকা ও ব্যবসা প্রতিষ্ঠানের চাবি ছিনিয়ে নেয়।
জনৈক ইসমাইল হোসেনকে শারীরিক নির্যাতন করে তার কাছ থেকে কয়েক দফায় ২ লাখ ১০ হাজার টাকা চাঁদা আদায় ও জমি দখলের অভিযোগে দুই ভুক্তভোগী বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তানজিমকে কারন দর্শানোর নেটিশ প্রদান করা হয়। এবিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা তানজিম হাওলাদার জানান, শোকজ চিঠি তিনি পেয়েছেন। নির্ধারিত সময়ের মধ্য চিঠির জবাব দেবেন। তবে তার বিরুদ্ধে যে দুইজন অভিযোগ করেছে তারা তার পূর্ব পরিচিত। ব্যক্তিগত পূর্ব শত্রুতার কারনে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে তিনি দাবি করেন।