28 April 2020 , 11:20:34 প্রিন্ট সংস্করণ
ইসমাইল হোসেন আরিফ,
দৈনিকভোলাটাইমস্:: একই পরিবারের দুই জন বাবা ও মেয়ে করোনা পজিটিভ হওয়ায় আজ ভোলা সদরে বি এ ভি এস রোড Block- A এর কিছু অংশ লকডাউন করা হয়েছে। করোনা ভাইরাস শনাক্ত মেয়ের বয়স ১৮ বছর পিতার বয়স ৫৮ বছর।
আজ এমন খবরে আতংকিত হয়ে পরেছে ঐ লাকার অন্যসব বাসিন্দারা। তবে আতংকিত না হয়ে সচেতন হবার পরামর্শ অনেকেরই।
ভোলার সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী ঘটনার সত্যতা স্বিকার করে বলেন,আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তবে তারা কি ভাবে আক্রান্ত হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।