দৈনিক ভোলা টাইমস ডেস্ক ::১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অদ্য ১৭-০৮-২০২১ খ্রি. তারিখে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (BASA), ভোলা জেলা শাখার পক্ষ থেকে ভোলা সদরের ডোমপট্টি দীঘির পাড়ের জনসাধারণের মাঝে কোভিড-১৯ ভাইরাসজনিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করেন বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (BASA), ভোলা জেলা শাখার সম্মানিত সভাপতি জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী; জনাব রাজিব আহমেদ, উপপরিচালক, স্থানীয় সরকার, ভোলা; জনাব মোস্তাফিজুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ভোলা পৌরসভা; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সুজিত হাওলাদার; জনাব মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভোলা সদর এবং ভোলা জেলা প্রশাসনে কর্মরত প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের কর্মকর্তাবৃন্দ। এ সময় সভাপতি মহোদয় মাস্ক বিতরণের পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে কোভিড-১৯ সংক্রান্ত সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।