ভোলার বোরহানউদ্দিনে ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

বোরহানউদ্দিন প্রতিনিধিঃঃ

ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় স¦াস্থ্যবিধি মেনে করোনা ভাইরাসের কারণে কর্মহীণ হয়ে পড়া ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মহীণদের হাতে ওই উপহার তুলে দেন।

এর আগে পৌরসভার প্যানেল মেয়র মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, আলী আজম মুকুল এমপি। ওই সময় তিনি বলেন,বিপদের সময় যারা জনগণের পাশে থাকেন তাঁরাই প্রকৃত বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বৈশি^ক বিপর্যয় করোনাকালে সর্বশ্রেণির মানুষের পাশে থেকে নিরলস কাজ করছেন। একটি মানুষও যাতে খাদ্যাভাবে কষ্ট না পায় তাঁর ব্যবস্থা করেছেন। তিনি উপস্থিত সবার কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন।

ওই সময় আরো বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান, পৌরসভার কাউন্সিলর জোহেব হাসান, পৌরসভার সচিব প্রণয় কুমার সাহা, সহকারী প্রকৌশলী মো. আ. সাত্তার প্রমুখ।
পৌরসভার সচিব প্রণয় কুমার সাহা জানান,করোনা ভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে প্রতি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। ওই চালের সাথে পরিবারপ্রতি ২ কেজি আলু, ১ কেজি মসুরি ডাল, ১ কেজি লবন, ১ লিটার সোয়াবিন তেল ও ১ টি সাবান যোগ করা হয়েছে।
ওই সময় ওয়ার্ড কাউন্সিলরগণ সহ পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।