28 April 2020 , 12:45:42 প্রিন্ট সংস্করণ
গৌরব দাস,
দৈনিকভোলাটাইমস্::দ্বীপ জেলা ভোলার হতদরিদ্র জনগোষ্ঠী করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রান সহায়তা দিতে জেলা প্রশাসকের ত্রান তহবিলে এক লক্ষ টাকা অনুদান দিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থা । মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক মহোদয়ের হাতেে চেক প্রদান করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর, ও অতিরিক্ত পরিচালক আজাদ হোসেন।