28 April 2020 , 1:15:34 প্রিন্ট সংস্করণ
ভোলাটাইমস ডেস্ক::করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন, দুস্থ ও অসহায় পাঁচ শত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিট। আজ মঙ্গলবার সকালে ভোলা নৌবন্দর এলাকায় খেয়াঘাটে কর্মহীন শ্রমিকদের মাঝে আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রতিটি পরিবারকে সাড়ে ৭ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ৫’শ গ্রাম করে সুজি প্যাকেট করে দেয়া হয়।ত্রাণসামগ্রী দেওয়ার সময় উপস্থিত ছিলেন-ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম, বিআইডব্লিউটিএ ভোলা নৌ-বন্দরের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন, প্রশিক্ষণ বিভাগের প্রধান সাদ্দাম হোসেন ও রক্ত বিভাগের প্রধান মো. মাকসুদুর রহমান রুবেল প্রমুখ।