তজুমদ্দিন প্রতিনিধি ॥
জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে ভোলার তজুমদ্দিনে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার ২৩ আগস্ট উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক মুক্তা চক্রবর্তী, সংগীত প্রশিক্ষক উৎপল দে, কোষাধ্যক্ষ আতিকুর রহমান শাকিল, সদস্য নাজমা, সঙ্গীতা প্রমুখ।