28 April 2020 , 11:38:45 প্রিন্ট সংস্করণ
দৈনিক ভোলাটাইমস পত্রিকায় প্রকাশিত শিরোনাম চরফ্যাশনের পথে হাঁটছে তজুমুদ্দিন এবং কয়েকটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের শিরোনাম তজুমদ্দিনে নির্মাণ কাজের ঠিকাদারের কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি সন্ত্রাসীদের শীর্ষক সংবাদগুলোর বিরুদ্ধে দ্বিমত পোষণ করেছেন সংবাদে অভিযুক্ত তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউপির ০৭নং ওয়ার্ড মেম্বার সিরাজ ও জনৈক হেলাল উদ্দিন সুমন।
তারা বলেন, তজুমুদ্দিনে স্থানীয় ঠাকুর বাজার নামক এলাকায় নির্মিতব্য ব্রিজ নির্মান কাজের ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাদা দাবীর যে অভিযোগ গণমাধ্যমে নোংরাভাবে প্রকাশ করা হয়েছে তা একেবারেই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। সংবাদগুলোতে ভোলা-০৩ আসনের জননন্দিত সাংসদ জনাব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নাম ভাংগিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের যে অভিযোগ করা হয়েছে সেটিকেও অবান্তর ও অসত্য বলে দাবী করেছেন মেম্বার সিরাজ ও হেলাল উদ্দিন সুমন। কুচুক্রী মহল তাদের সামাজিক মর্যাদা ও সম্মানহানি ঘটাতে উক্ত সংবাদগুলো পরিবেশন করেছেন বলে দাবী করে তারা ,ফলে ওই রিপোর্টগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।