চরফ্যাশন প্রতিনিধি,
দৈনিক ভোলা টাইমসঃ ভোলার চরফ্যাশনের তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সাত ইউপির ৯ জন চেয়ারম্যান প্রার্থী, ১৭ জন সাধারণ সদস্য প্রাথী, ৪ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী নিবার্চনের মনোয়ন পত্র বৃহস্পতিবার শেষ দিন বিকেল ৫ টার মধ্যে উপজেলা নির্বাচন অফিসে এসে প্রত্যাহার করেছেন। এতে আ’লীগ মনোনীত ৫ ইউপি চেয়ারম্যান, সাধারন সদস্য ৬ জন, সংরক্ষিত ২ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
কোন প্রতিদ্বন্দ্বীতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন- আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী চর মানিকা ইউপিতে সফিউল্লাহ হাওলাদার, অধ্যক্ষ নজরুল নগর ইউপিতে রুহুল আমিন হাওলাদার, আবদুল্লাহ পুর ইউপিতে আল এমরান প্রিন্স, রসুলপুর ইউপিতে জহিরুল ইসলাম পন্ডিত, আববকরপুর ইউপিতে সিরাজ উদ্দিন জমাদার।
সাধারণ সদস্য পদে অধ্যক্ষ নজরুলনগর ইউপির ৮ নং ওয়ার্ডে মতিন মহাজন, ৯ নং ওয়ার্ডে মো: হোসেন, আবুবকর পুর ইউপির ৪ নং ওয়ার্ডে আবুল বাশার, ৫ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ডে মো: দুলাল, সংরক্ষিত ৪,৫৬ নং ওয়ার্ডে জান্নাত বেগম, নজরুল নগর ইউপির ৬,৭,৮ নং ওয়ার্ডে সাবিনা ইয়াছমিন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
মনোনয়ন প্রত্যাহারকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আবদুল্লাহ পুর ইউপিতে সতন্ত্র প্রার্থী ইসমাঈল হোসেন রাসেল, হোসনেয়ারা বেগম, নাজিম উদ্দিন, আকতার হোসেন উকিল, শিরিনা আকতার, ইসলামী আন্দোলনের প্রার্থী মাও: সামসুল হক, রসুলপুর ইউপিতে শাহাজাহান হাওলাদার, আবুকর পুরে আ: কাউয়ুম, ওসমান গঞ্জে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন।