দৈনিক ভোলা টাইমস্:ভোলার সাংস্কৃতিক অঙ্গনের প্রথিতযশা গুণী সংগীত শিল্পী ভোলা থিয়েটারের নির্বাহী সদস্য ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির সদস্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বাতী করঞ্জাই ( ৪৭) বুধবার দুপুর ১টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইহলোক ত্যাগ করেছেন। তিনি গত ১০ দিন ধরে জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলেন। তার অক্সিজেন লেভেন কমে যাওয়ায় তাকে তিন দিন আগে ল্যাবএইড হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী শিক্ষক গৌতম চক্রবর্তী, মেয়ে মোহরসহ অসংখ্য স্বজন রেখে যান। এদিকে এই গুণী সংগীত শিল্পী ও সংগঠকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কান্নায় ভেঙে পড়েন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। শোক প্রকাশ করেন, ধেনিক বাংলার কণ্ঠের সম্পাদক ও ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ এম. ফারুকুর রহমান,দৈনিক ভোলাটাইমস্ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আলী জিন্না (রাজিব),বিহঙ্গ সাহিত্য গোষ্ঠীর সভাপতি অমিতাভ অপু, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ও মাছরাঙা টিভির সাংবাদিক হাসিব রহমান, ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন, সুরেরধারার পরিচালক উত্তম ঘোষ, শিল্পী মনজুর আহমেদ, কাব্যাঙ্গনের সভাপতি মশিউর রহমান পিংকু, ভোরের পাখিরা সংগঠনের সভাপতি সরমিন জাহান শ্যামলী, শিল্পী রেহানা ফেরদৌস।