স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ভোলা টাইমসঃ ভোলার দৌলতখানে বিজিবি সদস্য মোঃ সেলিমের বিরুদ্ধে জমি দখল ও হুমকি-ধামকির অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী সফিুকল ইসলাম উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে
অবস্থিত তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ভোগদখলীয় প্রায় ৫০ শতাংশ পৈতৃক সম্পত্তিতে
বসবাস করে আসছি। এসব সম্পত্তি থেকে ৫ শতাংশ জমি
জোরপূর্বক দখল নিয়ে বিজিবি সদস্য সেলিম বাড়ি নির্মাণ করে
আসছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে গত
বৃহস্পতিবার সালিস বৈঠকের আয়োজন করে। বৈঠকে সেলমকে ঘর নির্মাণ করতে নিষেধ করেন। কিন্তু নিষেধ অমান্য করে সেলিম ঘর নির্মান করে ও বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সফিকুল ইসলাম।
মো: সেলিম ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমানের ছেলে।