এইচ এম নোমান, (চরফ্যাসন প্রতিনিধি)
দৈনিক ভোলা টাইমস্ঃ ভোলার চরফ্যাশনে পাঁচ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে।গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে চরফ্যাশন উপজেলা শশীভূষণ থানাধীন জাহানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে,গত (১৮ অক্টোবর) বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
শুক্রবার শশীভুষণ থানায় একটি মামলা হলেও পুলিশ এ রির্পোট লেখা পর্যন্ত ধর্ষককে শামীম(১৮)কে গ্রেফতার করতে পারেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দাদীর কাছে দুই সন্তান কে রেখে মা স্কুলে যান। স্হানীয় কো-এইড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।দাদীর কাছে রেখে মা স্কুলে গেলে দাদী বাড়ীর পাশের ঘরে যায় এসময় ৫ বছরের কন্যা শিশু ঘরে খেলা করছিল। ওই সময় একই বাড়ীর শিশুর চাচাতো ভাই আলাউদ্দিনের মাঝির পুত্র মাদ্রাসা ছাত্র শামীম (১৮) চাচাতো বোনকে ঘরে একা পেয়ে ধর্ষন করে।এসময় শিশুটি ডাক চিৎকার দিলে রক্তাত্ত অবস্থায় শিশুটিকে ফেলে অভিযুক্ত ধর্ষক শামীম পালিয়ে যায়।পরে শিশুটিকে উদ্ধার করে গুরুতর অবস্থায় চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের জানান,ধর্ষনের ঘটনায় ধর্ষক শামীম কে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে আসামীকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামী পলাতক রয়েছে।আমরা গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।