দৈনিক ভোলা টাইমস্ঃ জাগ্রত ব্যবসায়ী ও জনতা সংগঠনের উদ্যোগে শুক্রবার গাজীপুর কোনাবাড়ি মেঘের ছায়া রিসোর্টে এক মহামিলন মেলার আয়োজন করা হয়। মূলত বাংলাদেশের ইলেক্ট্রিক এসোসিয়েশনের সর্ববৃহৎ সংগঠন। সামাজিক বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করার এক মহৎ উদ্দেশ্যে চেয়ারম্যান শিহাব রিফাত আলম এই সংগঠন গড়ে তুলেন।
স্বাধীনতার পঞ্চাশ বছর এবং বিজয়ের মাসে সারা দেশে বিজয়ের আনন্দ ভাগের পাশাপাশি এই বিজয়ের ইতিহাসের পেছনের অব্যক্ত স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই এবারের আয়োজনে যোগ হয়েছে স্বাধীনতা স্বর্ণপদক। দেশের সূর্য সন্তানদের জাগ্রত মঞ্চে আমন্ত্রিত করে তাদের যুদ্ধকালীন স্মৃতিচারণ সহ স্বাধীনতার সঠিক সত্য ইতিহাস কে নতুন প্রজন্মের কাছে পৌছে দেয়ার প্রত্যয়ই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
চেয়ারম্যান শিহাব রিফাত আলমের সভাপতিত্বে রাকিব মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন এডিশনাল ডিআইজি ডা. শোয়েব রিয়াজ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুন নাহার এমপি-৩১৩ সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমজান আলী (মেয়র মানিকগঞ্জ)। আরো উপস্থিত ছিলেন দেশবরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার রুহুল আমিন, বিশিষ্ট সংগীত শিল্পী খুরশিদ আলম, মুক্তিযোদ্ধা আবু সালেক (বীরপ্রতীক), বীর মুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, বীর মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু ও বীর মুক্তিযোদ্ধা কবি আশরাফ চৌধুরী।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব নাসির উদ্দীন বুলবুল ও নারী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী প্রমুখ।
অনুষ্ঠানে আগত দেশের বীর সন্তানদের সংগঠনের পক্ষ থেকে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করা হয়। সারা দেশ থেকে সংগঠনের সকল নেতা-কর্মী তাদের পরিবার পরিজন নিয়ে এই মিলন মেলাতে সমবেত হন।