সকাল ৮.৩০ ঘটিকায় গজনবী স্টেডিয়ামে মান্যবর জেলা প্রশাসক, ভোলা জনাব মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলনের পর জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার, ভোলা জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম-সেবাকে সাথে নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের প্যারেড পরিদর্শন করেন। এরপর বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
সকাল ১১.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, ভোলার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিকেল ৩.৩০ ঘটিকায় গজনবী স্টেডিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। ভোলার সকল শ্রেণি-পেশার মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীর কন্ঠে কন্ঠ মিলিয়ে শপথবাক্য পাঠ করেন।
সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মমিন টুলু। আলোচনা সভা শেষে জেলা শিশু একাডেমি, সরকারি শিশু পরিবার (বালিকা) ও জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।