30 April 2020 , 9:10:39 প্রিন্ট সংস্করণ
সীমান্ত হেলাল, মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় ঝড়বৃষ্টি উপেক্ষা করে লকডাউনকৃত ৪১ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।বাড়ি বাড়ি গিয়ে লকডাউন করা ৯ বাড়ির ৪১ টি পরিবারের মাঝে ২০ কেজি চাল,
মশারী ডাল, আলু, সয়াবিন, ছোলা ও তেলসহ এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া ও গণমাধ্যমকর্মীরা।উল্লেখ্য, গত ২১ এপ্রিল মঙ্গলবার ৩ যুবক ঢাকা থেকে মনপুরায় প্রবেশ করে। খবর পেয়ে উপজেলা মেডিকেল টিম বহিরাতদের নমুনা সংগ্রহ করে হোম কোয়ারেন্টিনে রেখে আছে। পরে ২৩ এপ্রিল রাতে মনপুরায় একজনের করোনা নমুনা টেস্টের ফলাফল পজিটিভ নিশ্চিৎ করে স্বাস্থ্য বিভাগ। করোনা শনাক্তের খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা প্রশাসন উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ডের ৯ টি বাড়ি লকডাউন করে দেয়। এতে ৪১ পরিবার ঘরবন্ধি হয়ে পড়ে।