হাসনাইন আহমেদ।।
দৈনিক ভোলা টাইমসঃঃ নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিঃ ভোলা জেলা ডিপো উদ্বোধন হল। পোল্ট্রি খাবারের চাহিদা পূরণ করতে ভোলা জেলায় নতুন ডিপু উদ্বোধন করেন নারিশ ফিড লিমিটেড
ভোলাতে যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায়। সঠিক সময়ে ডিলারদের কাছে খাবার ডেলিভারি দিতে না পাড়ায়।এই উদ্যোগ গ্রহণ তারা নিজস্ব ডিপো উদ্বোধন করে । ভোলায় সবথেকে এই পোল্ট্রি খাবারের চাহিদা একটু বেশি ।
খামারিদের দ্বারপ্রান্তে পণ্য পৌঁছানোর লক্ষ্যে নারিশ ভোলা জেলায় ডিপো’র উদ্বোধন করা হয়েছে। এরফলে ভোলা জেলায় খামারিদের আরও হাতের কাছে অল্প সময়ে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেড’র পণ্য পৌঁছে যাবে।
(ফেব্রুয়ারি , ২০২২)আনুষ্ঠানিকভাবে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেড এর ভোলায় ডিপোটি উদ্বোধন করা হয়। এসময় ওই অঞ্চলে নারিশে কর্মরত কর্মকর্তা, কর্মচারী, এলাকার গণমান্য ব্যক্তি, স্থানীয় ও আশপাশের পরিবেশকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এরফলে ভোলা আশেপাশে উপজেলা গুলা আছে পরিবেশকরা নারিশের পণ্য খুব সহজেই খামারিদের কাছে পৌঁছে দিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেড’র ভোলা জেলা তত্ত্বাবধানে-
মোঃ হুমায়ুন কবির(DRSM)
মোঃ রকিবুল হাসান (BSC ফিশারিজ)!
ডিপো ইনচার্জ: ফিরোজ এবং
মেসার্স ব্রাদার্স পোল্টি এন্ড ফিস ফিডের।
পরিচালক-মোঃ নুরে আলম সুমন এবং
-ম্যানেজিং ডিরেক্টর-আশিকুর রহমান অভি
ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।