ভোলার ভেদুরিয়ায় কোস্টগার্ডের সোর্স জিয়ার বাসা থেকে অবৈধ কারেন্ট জালসহ ইলিশ আটক

ভোলাটাইমস ডেস্ক::ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেপারি বাড়ির একটি ঘর থেকে দুইমণ অবৈধ ইলিশ মাছ আটক করে ভেলুমিয়া ফাঁড়ির পুলিশ।
এসময় ঘরে থাকা অবৈধ কারেন্ট জালও আটক করে পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং আটককৃত মাছ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

জানা যায় বৃহস্পতিবার ভোর রাত্রে কোস্টগার্ড অবৈধ ইলিশ মাছের অভিযান পরিচালনা করে ভেদুরিয়া এলাকার তেতুলিয়া নদীতে। এ সময় ভোলা থেকে টলার যোগে বরিশালে নেওয়ার পথে কোস্টকার্ড ১৫ মণেরও ওদিক অবৈধ ইলিশ নদী থেকে আটক করেন। অবৈধ মাছের অভিযানের সাথে কোস্টগার্ডের সোর্স হিসেবে কাজ করেন ভেদুরিয়া এলাকার জিয়া। কেউ কেউ বলছে জিয়া এই দুইমণ মাছ কোস্টগার্ড থেকে নিজ বাসায় নিয়ে আশে। অবৈধ এই মাছের খবর পেয়ে বেপারি বাড়ির কামালের বাসা থেকে পুলিশ আটক করে। পরে আটককৃত মাছ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য বিভাগের মাধ্যমে অসহায়দের মাঝে বিতরণ করেন।

এখানেই শেষ নয় ভেদুরিয়া এলাকার জেলেদের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা। টাকা দিতে রাজি না হলে কোস্টগার্ডের ভয় দেখাতে শুরু করে জিয়া।এমনও দেখা যায় ছোট ছোট মাছ ব্যবসায়ীদের কাছ থেকে কোস্টগার্ডের ভয় দেখিয়ে টাকা উত্তোলন করেন জিয়া। এমন হাজারো অভিযোগ রয়েছে জিয়ার বিরুদ্ধে। কোস্টগার্ডের সোর্স হওয়ার কারণেই অহসয় জেলেদের উপর তাণ্ডব চালায় জিয়া। এরকম হাজারো অভিযোগ রয়েছে জিয়ার বিরুদ্ধে। ভেদুরিয়া এলাকার জেলেদের একটাই দাবি সঠিক তদন্তের মাধ্যমে জিয়ার বিচার করা হয়। জিয়াকে আইনের আওতায় আনা না হলে এরকম হাজারো অসহায় ছেলেদের উপর তাণ্ডব চালাবে জিয়া। অন্যথায় নিরীহ ভাবে বসবাস করতে হবে ভেদুরিয়া এলাকার জেলেদের।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা, মোবাইল কোর্টের পেশকার পিয়াল হাসান,মৎস্য বিভাগের সম্প্রসারণ কর্মকর্তা রতীক দে। ফিল্ড রেজিস্ট্রেট জীবন বাবু, ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি আরমান হোসেন, এএসআই রফিকুল ইসলাম, কনস্টেবল মিজান।