3 May 2020 , 8:16:50 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক ,
দৈনিক ভোলাটাইমস্ : : বহুকষ্ট আর ঘাম ঝড়িয়ে চেয়ারম্যান পদ থেকে তোকে বরখাস্ত করিয়েছি এবার এলাকা ছাড়া করবো। এমন হুংকার দিয়েই আলমগীর চেয়ারম্যানের লোকদের উপর হামলা শুরু করে ক্যাডাররা। এ সময় নিজেদের রক্ষা করতে চেয়ারম্যানের লোকেরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে গেলে দু’ দলে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। রাত ভর এ সংঘর্ষে আলমগীর সমর্থিত ৫ জন ও প্রতিপক্ষের ১৫ জনসহ মোট ২০ জন আহত হওয়ার খবর মিলেছে। শুক্রবার রাতে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানকার মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনের নেতৃত্বে একদল অস্ত্রধারী ক্যাডার ওই রাতে বর্তমান চেয়ারম্যান আলমগীরের লোকদের উপর হামলা চালায়। এতে আলমগীর চেয়ারম্যান সমর্থিত স্হানীয় মৃত আনছারুল হক মিয়ার ছেলে আশরাফুল হক এবং অপর সমর্থক জাকির (৪০) গুরুত্বর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাদেরকে মনপুরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনপুরা ইউপি চেয়ারম্যান আলমগীর অভিযোগ করেন, ‘তোকে বরখাস্ত করিয়েছি এবার এলাকা ছাড়া করবো’ এমন কথা বলে আমাকে হুমকি দেয় আলাউদ্দিন। আমি তার কথায় মোটেও উচ্চবাচ্য করিনি। এরপর আলাউদ্দিন তার লালিত গুন্ডাবাহিনী দিয়ে নিজের বাড়ির সামনের রাস্তার উপর আমার লোকদের অতর্কিত হামলা চালায়। এতে আমার ৫ কর্মী- সমর্থক আহত হয়। এ দিকে রাতে সংঘর্ষ ভয়াবহ রুপ নিলে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মনপুরার ওসি জানান, সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আলাউদ্দিন মিয়া গণমাধ্যমকে বলেন তার নেতৃত্বে হামলা হয়নি বরং তিনি হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন। বর্তমানে মনপুরায় দু’দলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।