3 May 2020 , 7:08:02 প্রিন্ট সংস্করণ
চরফ্যাশন প্রতিনিধি, দৈনিক ভোলাটাইমস্ঃঃমানুষ মানুষের জন্য কর্মসূচির আওতায় ভোলার চরফ্যাশনে ১০ হাজার কর্মহীন ও নিম্ন আয়ের পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি আজ রবিবার সকালে চরফ্যাশন ঈদগাহ মাঠে পৌরসভার দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। পরে তিনি উপজেলার ইউনিয়নেরও ত্রাণ বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলুর পাশাপাশি দেয়া হয়েছে চিনি, ছোলা, পেয়াজ, মশুর, সয়াবিন,সেমাই, গুড়দুধ, চিড়া, লবন। এছাড়া উপজেলার ২৮টি কওমি মাদরাসা ও এতিমখানায় সাড়ে ১৪ লাখ টাকা অনুদান দেন এপি জ্যাকব। এসময় তিনি বলেন, যতবড় দুর্যোগ আসুক শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে কাউকে না খেয়ে থাকতে হবে না। প্রধানমন্ত্রীর নির্দশনা মেনে সবাইকে ঘরে থাকার আহবান জানান।