ইকবাল হোসেন রাজু।
দৈনিক ভোলা টাইমস :: ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের প্রতিবদ্ধী তরুণী কে ধর্ষণের অভিযোগ উঠেছে পাশ্ববর্তী আলিমাবাদ ইউনিয়নের গ্রাম পুলিশ সোহেল সিকদারের বিরুদ্ধে। অভিযুক্ত গ্রাম পুলিশ সোহেল সিকদার মেহেদীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ছাত্তার সিকদারের ছেলে বলে জানা গেছে। তরুণী বাবা শহিদ মোল্লা বলেন, মা হারা প্রতিবন্ধী মেয়ে কে বাসায় রেখে জুম্মার নামাজ পরতে গেলে একা ঘরে পেয়ে প্রতিবেশি ইউনিয়ন ১০ নং আলিমাবাদের ৮নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সোহেল শিকদার আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষনের মতো ঘটনা ঘটায়। এ ঘটনায় ভুক্তভুগী তরুণী বলেন গ্রাম পুলিশ সোহেল সিকদার শুক্রবার দুপুরে আমাগো ঘরে এসে আমারে বলে বিয়ে করবো,এই কথা বলে আমারে জোর করে ধরে আমার পাজামা খুইল্লা ইয়ে করছে । আমি চিৎকার করতে চাইলে আমার মোখ চাইপ্পা ধরছে । আর কইছে আমারে ভালোবাসে, বিয়া করবো ক্যারে কইতামনা । অভিযুক্ত গ্রাম পুলিশ সোহেল সিকদার কে মুঠো ফোনে পাওয়া না গেলে তার বাবা সত্তার শিকদার বলেন ঘটনা সত্য হলে আমারা একটা ফয়সালা করতে পারি,যেহেতু সোহেল বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। ভোলা সদর থানার ওসি তদন্ত আরমান হোসেন বলেন এ বিষয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।