আবি আব্দুল্লাহ (রিপন) ,পিতা-মৃত আব্দুল খালেক ,সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে,ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন । মৃত্যুকালে রিপননের বয়স ছিল (৪২) একমাত্র মেয়ে আইজাল যার বয়স পাঁচ মাস, তার এই অকাল মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া পরিবারে । রিপন বেশকিছুদিন লিভার সিরোসিস ক্যান্সারে আক্রান্ত হয়ে শনিবার রাত ১০.৩০ মিনিটে এ মৃত্যুবরণ করেন । রোজ রবিবার সকাল১০.৩০ ঘটিকার সময় গাজীপুর রোডস্থ মক্কী মসজিদ প্রাঙ্গণে জানাজার সময় নির্ধারণ করা হয়েছে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে ।