4 May 2020 , 6:57:06 প্রিন্ট সংস্করণ
মোঃ আরিয়ান আরিফ,
ভোলার সর্বস্তরের গণমানুষের একান্ত আপনজন বিশিষ্ট রাজনীতিবিদ, লেখক, নাট্যকার, সমাজসেবক ও সাবেক ধর্ম মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের আজ ৮ তম মৃত্যুবার্ষিকী। দলীয় সূত্রে জানা গেছে,প্রতি বছরেই ভোলার আপামর গণমানুষের অন্যতম প্রিয় এই নেতা মৃত্যু বার্ষিকীকে ঘিরে ভোলায় দলীয় ও পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে। কিন্তু এ বছর মহামারী করোনা সংক্রান্ত পরিস্থিতিতে, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে প্রতি বছরের মতো এবার হয়তো বড় কোন দোয়া অনুষ্ঠান করা সম্ভব না তাই যার যার জায়গা থেকে প্রিয় নেতা আত্তার মাগফেরাত কামনা করার জন্য আহ্বান জানানো হয়। উল্লেখ্য, মোশারফ হোসেন শাজাহান ফুসফুস ও শ্বাসকষ্টসহ হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১২ সালের এই দিনে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে, ২ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।