এইচ এম নোমান, চরফ্যাসন প্রতিনিধি।
দৈনিক ভোলা টাইমস::ভোলা চরফ্যাসন পৌরসভা ১ নং ওয়ার্ড কুলসুমবাগ মৃত মোশারেফ হোসেনের ছেলে মোঃ রুহুল আমিনের দিত্বীয় স্ত্রী বোরহানউদ্দিন উপজেলার ৩৯নং সিকদার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিবি রহিমা বেগমের বিরুদ্ধে স্বামীর দেওয়া প্রতারণা মামলায় মহামান্য আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায় বাদী মোঃ রুহুল আমিন ২০১৮ সালে পবিত্র হজ্জ পালনে যাওয়ার সুযোগে দিত্বীয় স্ত্রী বিবি রহিমা বেগম সহ তার ভাই, বোন,ও ভগনিপতি সহ সকলে যোগ সাজেশনে স্বামী রুহুল আমিনের জমা কৃত টাকা,স্বর্ণ ও ব্যাংকের চেক নিয়ে বাবার বাড়ি বোরহানউদ্দিন উপজেলার তজুমদ্দিন থানার চরডোস ৩ নং ওয়ার্ড হানিফ মহাজনের বাড়িতে চলে যায়। পরবর্তী স্বামী রুহুল আমিন হজ পালন শেষ করে বাড়িতে এসে যখন জানতে পারেন তার দ্বিতীয় স্ত্রী বিবি রহিমা বেগম তার জমাকৃত টাকা স্বর্ণালংকার ব্যাংকের চেক সহ প্রয়োজনীয় সকল কিছু নিয়ে বাবার বাড়ি চলে যাওয়ার সংবাদ শুনে তিনি সাথে সাথে শশুর বাড়িতে গিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হন, এবং তিনি কোন উপায় না পেয়ে স্ত্রী বিবি রহিমা বেগমের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করেন,যার নং ৬০৯/২২ মামলাটি দীর্ঘদিন তদন্ত শেষে, গত ১৯ জুলাই হাজিরার তারিখ নির্ধারণ করেন এবং আসামী বিবি রহিমের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ হওয়ায় বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এবিষয়ে ৩৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল মজুমদার বলেন সহকারি শিক্ষিকা বিবি রহিমা বেগম বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন আমি বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার কে অবগত করেছি তিনি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।