ভোলা টাইমস ডেস্ক :: বাংলাদেশ পুলিশ কর্তৃক আয়োজিত মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, ড. বেনজির আহমেদ বিপিএম (বার) মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত আজ বিকাল ০৩.০০ ঘটিকায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার সংক্রান্ত ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা। এ সময় আইজিপি মহোদয় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।সভায় বাংলাদেশ পুলিশের সকল ইউনিট প্রধানগণ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
এ সময় জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভোলা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ভোলা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলাসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।