পুলিশের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমসহ দুই কর্মীর মৃত্যুর প্রতিবাদে ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।
বিএনপির ডাকে বৃহস্পতিবার সকাল থেকে হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করছে। সকাল থেকে যানবাহন অন্যান্য দিনের তুলনায় অনেকাংশেই কম রয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণি-বিতান।
তবে গতকাল (বুধবার) বিকেল থেকে যে কোন ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গতকাল বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যু হয়। এ খবরে ভোলায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা তাৎক্ষণিক রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হরতালের ডাক দেয়।