8 May 2020 , 4:13:24 প্রিন্ট সংস্করণ
লালমোহন প্রতিনিধি
ভোলার লালমোহনে দুই শতাধিক ইমাম-মোয়াজ্জিনকে অর্থ সহায়তা দিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শুক্রবার দুপুরে এমপির নিজ বাস ভবন প্রাঙ্গনে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ইমাম-মোয়াজ্জিনদের হাতে এসব অর্থ সহায়তা তুলে দেয়া হয়।
এসময় এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পেশাজীবিদের পাশাপাশি সারাদেশের কওমী মাদরাসা সমূহেও অনুদান দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইমাম-মোয়াজ্জিনরা সমাজের সম্মিনিত ব্যক্তি। এ করোনা সংকটে সকলকে তাদের পাশে দাঁড়ানো উচিত।
উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শাহিন জুয়েল, পৌরসভা যুবলীগের সভাপতি ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফরহাদ হোসেন মেহের প্রমুখ।