5 November 2022 , 6:00:05 প্রিন্ট সংস্করণ
বোরহানউদ্দিন প্রতিনিধি, দৈনিক ভোলা টাইমস্।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন বাজার এলাকায় কারেন্ট জাল পুড়িয়েছে মির্জাকালু নৌ পুলিশ। মেঘনায় অভিযানে জব্দকৃত ৫ টি মামলার ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে নষ্টকরা হয়।
ভোলার বিজ্ঞ আদালতের নির্দেশ ক্রমে শনিবার বিকালে সাংবাদিকদের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে নষ্ট করা হয়। মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান, মোট ৫ টি মামলার জব্দকৃত কারেন্ট জাল।
বিজ্ঞ আদালতের নির্দেশ ক্রমে সাংবাদিকদের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে নষ্ট করা হয়। মেঘনায় জলদস্যু ও অপহরন কারীসহ সকল অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে।