9 May 2020 , 10:48:30 প্রিন্ট সংস্করণ
লালমোহন প্রতিনিধি,
দৈনিকভোলাটাইমস্::ভোলার লালমোহনে একটি নবজাতক নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মালেগো এলাকার প্রবাসীর ঘরে বাচ্চাটি পাওয়া যায়। কিন্তু ওই নবজাতকের পিতামাতার পরিচয় জানা যায়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও তোলপাড় চলছে। অভিযোগ রয়েছে একই এলাকার কামাল মিস্ত্রি তার এক অবিবাহিত আত্মীয়কে ৪ মে রাতে এনে তার স্ত্রী ফাতেমা বেগম রেখা ও শ্বাশুড়ি রোকেয়ার সহযোগিতায় সন্তান প্রসব করায়। পরে ওই মহিলা একটি বাচ্চা প্রসব করে। তা একই এলাকার প্রবাসী ফজলুর স্ত্রী শেফালীর কাছে রেখে দেয়। অভিযোগ রয়েছে কামাল এলাকায় বিভিন্ন সময় কুকর্ম করে বেড়াচ্ছে। বর্তমানে ওই নবজাতকের জিম্মাদার শেফালীর কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি বাচ্চাটিকে দত্তক নিয়েছে। এব্যাপারে বাচ্চার মা-বাবার পরিচয় জানতে চাইলে কামাল, তার স্ত্রী রেখা ও শ্বাশুড়ি রোকেয়া সঠিক তথ্য না দিয়ে নানারকম নাটকীয়তা করে।