মনপুরায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক’শ পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ

সীমান্ত হেলাল, মনপুরা প্রতিনিধি ॥
দৈনিক ভোলাটাইমস্ : :ভোলার মনপুরায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক’শ পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এই খাদ্যসামগ্রী বিতরন করেন।
শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ও দক্ষিন সাকুচিয়া ইউনিয়নে এই শিশুখাদ্য বিতরণ করা হয়।
দূর্গম চরাঞ্চলের পুষ্টিহীন শিশুদের স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী এই শিশুখাদ্য প্রদান করেছেন বলে জানান উপজেলা
নির্বাহী অফিসার।প্রাথমিক পর্যায়ে উপজেলার ২ টি উইনিয়নে মোট ৩৬পরিবারের হাতে মিল্কভিটা গুড়া দুধ, চিনি, সাগু, মশারী ডাল,সয়াবিন তেল ও বিস্কুট তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে বিতরণ করা হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া প্রমুখ।