10 May 2020 , 1:23:32 প্রিন্ট সংস্করণ
বোরহানউদ্দিন প্রতিনিধি,
দৈনিকভোলাটাইমস্:: ভোলার বোরহানউদ্দিনে ২ শত অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছেন ভোলা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি । রবিবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলার লঞ্চঘাটে আশা সংস্থার আয়োজনে এ ত্রান বিতরণ করেন। এসময় বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজি, আশা সংস্থার এডিশনাল ম্যানেজার রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা ম্যানেজার অপু নারায়ন দাস, উপজেলা ম্যানেজার সাইয়্যাদ আলম উপস্থিত ছিলেন।