লালমোহনে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

হাসান পিন্টু,লালমোহন প্রতিনিধি, দৈনিক ভোলা টাইমস্।।

ভোলার লালমোহনের উত্তর চরভূতা রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প ম শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে প ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে উপহার হিসেবে ২৫ জন শিক্ষার্থীকে জ্যামিতি বক্স প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শিক্ষা উপকরণ তুলে দেন উত্তর চরভূতা রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালমোহন প্রেসক্লাবের সভাপিত অধ্যক্ষ মো. রুহুল আমিন।

এসময় আরো উপস্থিত ছিলেন- চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপিত আব্দুল হান্নান মিয়া, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান মিয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশরেফ হোসেনসহ আরো অনেকে।