তিনশত মোটরসাইকেল নিয়ে ক্রোয়েশিয়া সমর্থকদের শোভাযাত্রা 

হাসান  পিন্টু,লালমোহন প্রতিনিধি, দৈনিক ভোলা টাইমস্।।

কাতার বিশ্বকাপে নকআউট পর্বে শুক্রবার রাত ৯টায় খেলবে ক্রোয়েশিয়া। এতে করে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে দলটির সমর্থকদের মধ্যে। ক্রোয়েশিয়ার নকআউট পর্বের খেলা উপলক্ষে বাঁধ ভাঙা আনন্দ নিয়ে ভোলার লালমোহনে ক্রোয়েশিয়া সমর্থকরা বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।

বৃহস্পতিবার বিকালে পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের মনির কমিশনারের বাড়ির সামনে থেকে অন্তত ৩ শত মোটরসাইকেল নিয়ে ক্রোয়েশিয়া সমর্থকগোষ্ঠী শোভাযাত্রা করে। এতে নেতৃত্ব প্রদান করেন লালমোহন পৌরসভার সাবেক কমিশনার মনিরুজ্জামান মনির। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে মনির কমিশনার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর ইতিহাসে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবলে খুবই ভালো এবং প্রথম সারির দল। তৃতীয় দল হিসেবে আমার কাছে মনে হয়েছে ক্রোয়েশিয়া শ্রেষ্ঠ। শুক্রবার রাত ৯টায় ক্রোয়েশিয়ার সাথে ব্রাজিলের খেলা হবে। ব্রাজিল ভালো দল হিসেবে সারা বিশ্বে পরিচিত। তবুও প্রিয় দল ক্রোয়েশিয়ার জন্য শুভকামনা রইল। আমার বিশ^াস ক্রোয়েশিয়া ভালো খেলবে এবং জয় লাভ করবে।