11 May 2020 , 3:41:30 প্রিন্ট সংস্করণ
লালমোহন প্রতিনিধিঃ
জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড চর ছকিনা সেকান্তর মাতাব্বর বাড়ীতে ইয়াছমিন (৪০) নামের এক মহিলার উপর হামলা করেছে প্রতিপক্ষ ফারুক মাস্টার গং।
১০ মে বিকেল ৫টায় এ হামলার ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইয়াছমিন বেগম জানান, প্রতিপক্ষ ফারুক মাস্টার গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। ঘটনার দিন ফারুক মাস্টার জোর পুর্বক জমি দখল করার চেষ্টা করলে ইয়াছমিন বেগম বাধা দোায়ায় তাকে পিটিয়ে গুরুতর আহত করে ফারুক মাস্টার। ইয়াছমিন বেগম জানান, এসময় তার কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নিয়ে যায় ফারুক। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।