19 December 2022 , 8:35:24 প্রিন্ট সংস্করণ
ভোলাটাইমস ডেস্ক :: রোমাঞ্চকর ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর লিওনেল মেসির হাত ধরে শিরোপা ঘরে তুলল আর্জেন্টাইনরা। এর আগে ১৯৮৬ সালে দিয়াগো ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেই বিশ্বকাপে ম্যারাডোনার সতীর্থ ছিলেন হোর্হে বুরুচাগা, অস্কার রুগেরি, সের্হিও বাতিস্তা, হোর্হে ভালদানো ও নেরি পম্পিডুরা। সেই বিশ্বকাপের পর ম্যারাডোনার সঙ্গে আরেকটি বিশ্বকাপ জয়ের চেষ্টা চালিয়ে গেছেন ক্লদিও ক্যানিজিয়া, সের্হিও গয়কোচিয়া, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও দিয়াগো সিমেওনেরা। কিন্তু ম্যারাডোনার কীর্তির আর পুনরাবৃত্তি হয়নি। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের পর কেটে গেছে ৩৬ বছর। দীর্ঘদিন চেষ্টার পর রোববার কাতারে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।