বাংলাদেশ আনতে চায় মেসি নেইমার এমবাপ্পেকে

স্পোর্টস ডেস্ক ::

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তিন সুপারস্টার হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের নেইমার আর ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। বিশ্ব ফুটবলের এই তিন তারকাকে আনতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কাতার বিশ্বকাপের ফাইনালের দিনে সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। রোববার দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি প্রেম গোটা বিশ্ব দেখেছে। আমরা চাইছি সমর্থকদের জন্য বাড়তি কিছু করার। তাই আমরা চেষ্টা করছি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিভারপুলকে বাংলাদেশে এনে একটি প্রীতি ম্যাচ খেলানোর। তিনি আরও বলেন, এই মুহূর্তে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কাজ চলছে। সেটি শেষ হতে আগামী বছরের জুন-জুলাই পর্যন্ত সময় লাগবে। এছাড়া তারা মাত্র বিশ্বকাপ শেষ করল। এখন তাদের ক্লাব ফুটবল শুরু হবে। আমরা তাই চেষ্টা করছি জুন-জুলাইয়ে লিগ এবং স্টেডিয়ামের কাজ শেষ হলে তারপরই তাদের নিয়ে আসতে।