চরফ্যাশনে সাংবাদিককে পেটানোর হুমকি  দিলেন দুই ইউপি  চেয়ারম্যান

জেলেদের ভিজিএফ চাল চুরির সংবাদ প্রকাশের জের ধরে ভোলার চরফ্যাশনের
নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ফখরুল ইসলাম সাংবাদিকদের পিটানোর হুমকি দিয়েছেন। সোমবার
দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা মিটিং শেষে উপজেলার ইউপি
চেয়ারম্যান এসোসিয়েশনের বৈঠকে এ হুমকি প্রদান করেন।
ওই বৈঠকে উপস্থিত কয়েকজন ইউপি চেয়ারম্যান এর সত্যতা নিশ্চিত করেছেন।
জানাযায়, নুরাবাদ ও আহাম্মদপুর দুই ইউপিতে জেলেদের ভিজিএফ চাল বিতরণে
অনিয়ম ও চাল চুরির অভিযোগ উঠে। চাল চুরির অভিযোগে গত পয়লা মে রাতে
নুরাবাদ ইউপি চেয়ারম্যানের কর্মী মিজানকে পাঁচ  বস্তা চালসহ ভ্রাম্যমান
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক করে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার
টাকা জরিমানা আদায় করেন।  অপরদিকে আহাম্মদপুর ইউপি মেম্বার কামাল
হোসেনকে ৭ মে রাতে পাঁচ বস্তা জেলেদের ভিজিএফ চাল সহ গ্রেফতার করে জেল
হাজতে প্রেরণ করেছেন।  এ বিষয়়ে়   বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত
হয়।
প্রকাশিত সংবাদের  জের ধরে ওই দুই চেয়ারম্যান সাংবাদিকদের হুমকি দেন ।
এই ঘটনায় চরফ্যাশনে কর্মরত স্থানীয় জাতীয় পত্রিকার সাংবাদিকগণ তীব্র
নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।