29 December 2022 , 10:10:14 প্রিন্ট সংস্করণ
হাসান পিন্টু, লালমোহন প্রতিনিধি,
দৈনিক ভোলা টাইমস্।। ভোলা—৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন
বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের আমলে দেশের মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের জন্য মুক্তিযোদ্ধাদের রাখা
অবদানের কথা কখনই ভুলবে না। যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন। বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত ‘একাত্তরের রণাঙ্গনের স্মৃতিচারণ অতঃপর
বিজয় উল্লাস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।