2 January 2023 , 4:10:29 প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ আলী জিন্নাহ (রাজিব),
দৈনিক ভোলা টাইমস্।। দীর্ঘদিনের যে ঐতিহ্য ধারণ করে আসছে ভোলা প্রেসক্লাব সেই ঐতিহ্য আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাড়িয়েছে । প্রেসক্লাব একটি জেলার সাংবাদিকদের একত্রিত রাখার কেন্দ্রবিন্দু , সেখানে আজ সাংবাদিকরা দ্বন্দ্বে জড়িয়ে কাদা ছোড়াছুড়ি করছে,এতে হতবাক জেলার সুশীল সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ । সংবাদকর্মীরা যেখানে সমাজের অনিয়মগুলো তুলে ধরে সেখানে তারাই যখন অনিয়মের সাথে জড়িয়ে যায় তাদের অনিয়মগুলো কে তুলে ধরবে এমন প্রশ্ন আজ জনমনে । দ্বীপ জেলা ভোলার অভিভাবক আলহাজ তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছে সুশীল সমাজ থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণ ।
ঐতিহ্যবাহী ভোলা প্রেসক্লাবের অনু—মিঠু প্যানেলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) প্রেসক্লাবের “নিজাম—হাসিনা” মিলনায়তনে সাধারণ পরিষদের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ কমিটি গঠন করা হয়। এতে নজরুল হক অনু’কে সভাপতি (ইন্ডিপেনডেন্ট টেলিভিশন) ও সামস্—উল—আলম মিঠু’কে সাধারন সম্পাদক (দৈনিক ইত্তেফাক) মনোনীত করে ২০২৩—২০২৪ সালের জন্য ২ বছর মেয়াদী মোট ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্যরা হলেন, সহ—সভাপতি—হারুন অর রশিদ (চ্যানেল আই), সহ—সাধারণ সম্পাদক শিমূল চৌধুরী (দৈনিক আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ ইউনুছ শরীফ (দৈনিক সংগ্রাম), দপ্তর সম্পাদক মো: মিজানুর রহমান (দৈনিক দিনকাল), ক্রীড়া সম্পাদক এইচএম জাকির (দৈনিক বনিক বার্তা), পাঠাগার সম্পাদক এইচএম নাহিদ (দৈনিক ভোরের কাগজ), সাস্কৃতিক সম্পাদক এম রহমান রুবেল (আনন্দ টিভি), নির্বাহী সদস্য—আল—আমিন শাহরিয়ার (দৈনিক অন্যদিগন্ত) ও মো: ওমর ফারুক (দৈনিক কালবেলা)।
অপরদিকে হাবিব ও অপু প্যানেল ঘোষিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সভাপতি পদে এম হাবিবুর রহমান, সম্পাদক পদে যুগান্তর প্রতিনিধি অমিতাভ অপু , সহসভাপতি পদে কামাল উদ্দিন সুলতান ( ইন্ডিপেডেন্ট), সহকারী সম্পাদক হোসাইন সাদী ( বৈশাখী টিভি), অর্থ সম্পাদক এম. হেলাল উদ্দিন ( গাজিটিভি), দপ্তর সম্পাদক মোঃ ছিদ্দিকুল্লাহ ( এটিএন বাংলা) , ক্রীড়া সম্পাদক মোঃ কামরুল ইসলাম ( ৭১টিভি) , সাংস্কৃতিক সম্পাদক মোঃ জসিম রানা ( মোহনা টিভি), গ্রন্থাগার সম্পাদক মোঃ তৌয়বুর রহমান ( বিটিভি) , নির্বাহী সদস্য নাসির লিটন ( সময়টিভি) , নির্বাহী সদস্য জুন্নু রায়হান ( বাংলাদেশ প্রতিদিন )
দুইগ্রুপের পাল্টা পাল্টি কর্মসূচিতে উৎতপ্ত ভোলার মিডিয়া প্রাঙ্গন। সাধারণ মিডিয়া কর্মীরা এ ধরনের অস্বস্থিকর পরিবেশ থেকে স্বস্তিতে ফিরে আসতে চান।