
এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলা টাইমস্।। “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই স্লোগানকে বুকে ধারন করে ভোলায় উদযাপন করা হয় জাতীয় সমাজসেবা দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে সোমবার(২ জানুয়ারী) সকাল প্রায় ১০ টায় এক বর্নাঢ্য র্যালীবের হয় ভোলার জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে।

জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরীর নেতৃত্বে রেলী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে। ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সঠিক পদক্ষেপের ফলে সমাজসেবার মাধ্যমে আজ সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠি সরকারের সকল সুবিধাদি পাচ্ছে”। ভোলার ডিসি এ সময় বয়স্কভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা সহ সরকার প্রদত্ত সকল ভাতা সুবিধা যেন প্রাপ্য সুবিধাভোগির হাতে সঠিক ভাবে পৌঁছায় সেদিকে কঠোর দৃষ্টি দেয়ার জন্য ভোলা জেলা সমাজসেবার ডিডিকে নির্দেশ প্রদান করেন। ভোলা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ভোলা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বিবেক সরকার,অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র দাস, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী গোলাম কবির,মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও অগ্রদূত নামক বেসরকারী সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন চৌধুরী।

ভোলার বেশ কয়েকটি বেসরকারি সংস্থার অংশগ্রহণে অনুষ্ঠিত সভা শেষে দুজন ক্যানসার আক্রান্ত রোগীর হাতে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ। অন্যদিকে দিবসটি উপলক্ষে ভোলা সদর হাসপাতালে আগত ১০০ জন দুস্ত রোগীর হাতে শীতের কম্বল ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন সমাজসেবার উপপরিচালক ও সদর হাসপাতালের সহকারী তত্বাবধায়ক ডাঃ মনিরুল ইসলাম সহ অতিথি বৃন্দ। এ সময় ভোলা সমাজসেবার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিক এ.সি.ডি.অর্জুন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।