13 May 2020 , 3:45:48 প্রিন্ট সংস্করণ
হাসান পিন্টু, লালমোহন প্রতিনিধি,
দৈনিক ভোলা টাইমস্।।ভোলার লালমোহনে দেড়শ প্রতিবন্ধিদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ অর্থ বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে হতদরিদ্র মানুষের সহযোগিতা করে আসছেন। করোনা ভাইরাসে কর্মহীনদের মাঝে ও প্রতিবন্ধিদেরও এ সহযোগিতা পৌছে দেওয়া হচ্ছে। এমপি শাওন আরো বলেন, সারা পৃথিবী আজ করোনা ভাইরাসে স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাসের হার বাড়ছে। এক সময় মৃত্যুর মিছিল, লাশের স্তুপ দেখতে হবে আমাদের। তাই আমাদের সচেতনতার কোন বিকল্প নেই। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।